সংবাদ শিরোনাম :
স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ

ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৯:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে এই দাম বৃদ্ধি করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে, সবশেষ গত ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৩৬৫ টাকা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শালবনবার্তা২৪.কম/এসআই